আজ থেকে আরও দামি রান্নার গ্যাস

আজ থেকে আরও দামি হলো রান্নার গ্যাস। আজ থেকে মধ্যবিত্তের পকেটে আরো কিছুটা চাপ বাড়লো। গতকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেন, আজ থেকে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন উভয় ধরনের এলপিজি সিলিন্ডারের দামই ৫০ টাকা করে বাড়তে চলেছে। এর ফলে সাধারণ গ্রাহকদের জন্য ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা। একইসাথে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৫০ টাকা। গতকাল পেট্রোলিয়াম মন্ত্রী জানান, "এই মূল্য সংশোধন প্রতি দুই সপ্তাহ বা একমাস অন্তর গ্যাসের দরের পর্যালোচনার অংশ হিসাবে করা হয়েছে।"
তবে শুধু রান্নার গ্যাস নয়,একইসাথে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ২ টাকা করে শুল্ক বৃদ্ধির কথাও এদিন ঘোষণা করেছেন তিনি।এর ফলে এক লিটার পেট্রোলের শুল্ক হয়েছে ১৩ টাকা এবং এক লিটার ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা।
What's Your Reaction?






