মেগা বৈঠকে অভিষেক!

Mar 15, 2025 - 18:45
Mar 17, 2025 - 18:02
 0  7
মেগা বৈঠকে অভিষেক!
ছবিঃসংগৃহীত

গত বছরের ২ জুনের পর চলতি বছরের ১৫ মার্চ। ২৮৫ দিনের ব্যবধানে ফের মেগা বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যে বৈঠক থেকে ভোটার তালিকা ইস্যুতে 'ভূত' ধরতে পয়েন্ট ধরে ধরে এক, দুই, তিন, চার করে দলের নেতা, কর্মীদের 'টাস্ক' ঠিক করে দিলেন অভিষেক।
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তৃণমূল কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝাতে এদিনের বৈঠক থেকে অভিষেক জানিয়ে দেন, এই কাজে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার (BERS) নিয়োগ করবে তৃণমূল। যারা সারাবছর ইলেকটোরালের কাজ করবে। ব্লক, অঞ্চল, ওয়ার্ডেও এই কাজ করা হবে।

অভিষেকের কথায়, "এটা প্রশাসনিক পদ নয়, এটা হবে দলের পদ। একই ভাবে টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার ও পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার গঠন করা হবে। তাঁদের কাজ হবে ভোটার তালিকা ভালভাবে খতিয়ে দেখা।"

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য আগামী ৫ দিনের মধ্যে জেলাভিত্তিক কোর কমিটি গঠন করা হবে। একইভাবে ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লকে ব্লকে কোর কমিটি গঠন করা হবে। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে অঞ্চল ও ওয়ার্ডে কোর কমিটি তৈরি করে দেওয়া হবে। ১৬ এপ্রিল থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হবে। এই কাজ ২০২৬ সালের ভোট অবধি চলবে। অর্থাৎ ভোটার তালিকায় একটি ভূতুড়ে ভোটারও যেন না থেকে যায়, এটা নিশ্চিত করতে চাইছেন অভিষেক।
কীভাবে স্কুটিনি করতে হবে, তাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "স্ক্রুটিনিতে একা যাবেন না। যারা সক্রিয় কর্মী তাদের চার, পাঁচ জনকে নিয়ে যাবেন। কোথাও সন্দেহজনক মনে হলে প্রশাসনের সাহায্য নিন। বুথের সক্রিয় কর্মীদের ইনভলভ করুন। খালি টিক মেরে চলে এলে হবে না। আবার বলছি এনসিপি, কংগ্রেস এই ভুল ধরতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরে ফেলে এক্সপোজ করে দিয়েছেন। এই জন্যেই বলি বাংলা-গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নয়। ওদের পরিকল্পনা ছিল, বাইরে থেকে এই সব ভোটার নিয়ে এসে ভোট করানোর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow