BIG BREAKING NEWS: মৌনি অমাবস্যার দিন কুম্ভে পদপিষ্ট বহু, ১৫ জনের মৃত্যুর আশঙ্কা, বন্ধ হল পুণ্যস্নান

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে আহত হলেন কয়েকজন। ১৫ জনের মৃত্যুর আশঙ্কা শোনা যাচ্ছে। যদিও পদপিষ্টের ঘটনার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আখাড়ার পুণ্যস্নান স্থগিত করা হয়েছে। এর মধ্যে এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন নরেন্দ্রমোদী।মহাকুম্ভের অন্যতম দিন হল মৌনী অমাবস্যা। এদিন প্রচুর মানুষের সমাগম হয়। প্রচুর পুণ্যার্থী পুণ্যস্নান সেরে থাকেন। আর এবার সেই দিনটি আরও উল্লেখযোগ্য। কারণ ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়েছে। সে কারণে মেলায় ভিড়ও ছিল অধিক। পুণ্যস্নানের আগে রাত ২.৩০ নাগাদ হুড়ো হুড়ি হয়। এতে পদপিষ্ট হন অনেকে। দ্রুত ঘাটে নিয়ে আসা হয় একাধিক অ্যাম্বুলেন্স।
মৌনি অমাবস্যায় মহাকুম্ভে প্রায় ১০ কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করেছিল প্রশাসন। সে কারণে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা জোরদার করা হয়। তাতেও হল না শেষ রক্ষা।
What's Your Reaction?






