আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

কয়েকদিন ধরে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে বাঙালির। সেই গরম থেকে সেটা মুক্তি পেতে চলেছে আগামী কয়েক দিন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের প্রায় সব দিন আগে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই আজ থেকে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকাল থেকে দক্ষিণবঙ্গের নটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে চলেছে এবং একই সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া চলবে। যদিও কাল থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ থেকে বৃষ্টি ও তার সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি একটু পরের দিকে শুরু হবে।
যদিও কলকাতায় আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিকাল থেকে কলকাতার আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার তাপমাত্রার বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
What's Your Reaction?






