ফাইনালে মোহনবাগান

আগেই আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবার লক্ষ্য আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়া।আর সেই লক্ষ্যের প্রায় দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে মোহনবাগান সুপার জয়েন্টস।আর মাত্র একটা ম্যাচ জিতলেই ইতিহাস তৈরি করবে তারা।গতকাল ঘরের মাঠে জামশেদপুর কে হারিয়ে ফাইনালে পোঁছে গেলো মোহনবাগান। জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের ঘরের মাঠে ২-১ গোলে পিছিয়েছিল মোহনবাগান। গতকাল নিজেদের ঘরের মাঠে ২-০ গোলে যেতে তারা। আর এর ফলেই ওভারঅল ৩-২ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেলো তারা।
ম্যাচের প্রথম থেকে লিড নেওয়ার চেষ্টায় ছিল মোহনবাগান। ঘরের মাঠে নিজেদের সাপোর্টারদের সঙ্গে পেয়েছিল তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে কামিন্সের করা গোলে ১-০ তে এগিয়ে যায়। ম্যাচের একদম শেষপ্রান্তে এসে ৯০ মিনিট অতিক্রান্ত হওয়ার পর এক্সট্রা টাইমের খেলা চলছিল। ঠিক সেই সময়েই আপুইয়া রালতে মোহনবাগানের জয়সূচক গোলটি এনে দেয় এবং ফাইনালে যাওয়ার ছাড়পত্র এনে দেয়। ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু। এখন দেখার লিগ শিল্ডের পাশাপাশি লীগ কাপও দখল করতে পারে কিনা মোহনবাগান? আপাতত তাদের কাছে ইতিহাস তৈরি করার একটা সুবর্ণ সুযোগ। আগামী শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ঐতিহাসিক ফাইনালের সম্মুখীন হতে চলেছে বাংলার তথা দেশের ফুটবল প্রেমী জনতা।
What's Your Reaction?






