মাইকেল নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা

ফের ভয়াবহ পথ দুর্ঘটনা যশোর রোডে। রবিবার (১৬ মার্চ) রাতে দমদম বিমানবন্দরের কাছে মাইকেল নগরে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে লরির সজোরে ধাক্কায় চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই যাত্রী। নিহতদের মধ্যে একজন পুরুষ ও মহিলা। দু'জনের বাড়ি নিউ ব্যারাকপুরে।
ওই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, লরি থেকে তোলাবাজি আদায়ে রাত হলেই লোহার ব্যারিকেড লাগিয়ে ছোট করে দেওয়া হয়। যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এদিনের দুর্ঘটনার জন্য পুরো দায়ী এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের 'তোলাবাজ' কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতার হাতে গণপিটুনি খাওয়ার ভয়ে মাইকেল নগরে থাকা পুলিশ কিয়স্ক বন্ধ করে গা ঢাকা দেয় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। দুর্ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের তরফে কিছু জানাতে অস্বীকার করা হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন রাত নয়টা নাগাদ দমদম বিমানবন্দর লাগোয়া মাইকেল নগর বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন দুই যাত্রী। সাঁতরাগাছি-বারাসত রুটের একটি বাস এসে দাঁড়ায়। দুজনেই ওই বাসে ওঠার সময়ে আচমকা পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে বাসটিকে। ওই ধাক্কায় ভারসাম্য হারিয়ে পড়ে যান তাঁরা। নিয়ন্ত্রণ হারানো বাসটির পিছনের চাকার তলায় পিষ্ট হয়ে দুজনেই গুরুতর জখম হন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত দুইজনের মধ্যে একজন হলেন কাকলি শর্মা। তিনি আয়ার কাজ করতেন। দ্বিতীয় জনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে 'তোলাবাজি' আদায়ে যশোর রোডে আড়াআড়িভাবে রাখা এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের লোহার ব্যারিকেড রাস্তা থেকে ছুড়ে পাশের নয়ানজুলিতে ফেলে দেন। জনতার হাতে পিটুনি খা্ওয়ার ভয়ে গা ঢাকা দেন মাইকেল নগরে থাকা ট্র্যাফিক কিয়স্কে কর্তব্যরত হোমগার্ড ও সিভিক পুলিশের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই নির্বিঘ্নে যাতে লরি যাতায়াত করতে পারে সে দিকেই নজর এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের কর্মী ও আধিকারিকদের। যশোর রোডে থাকা সার্ভিস রোডে অবৈধ পার্কিংয়ের নামে লক্ষ-লক্ষ টাকা তোলা আদায় করা হচ্ছে। যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
What's Your Reaction?






