জয়ের ধারা বজায় রাখায় লক্ষ্য নাইটদের

Apr 8, 2025 - 15:28
 0  6
জয়ের ধারা বজায় রাখায় লক্ষ্য নাইটদের
ছবিঃসংগৃহীত

গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। আজ তারা আবারও ঘরের মাঠে খেলতে নামছে। তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জয়েন্টস। লখনউ এর বিরুদ্ধে আজ জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে রাহানেরা।আগের ম্যাচে কেকেআরের প্লেয়াররা ব্যাটিং এবং বোলিং দুটো ক্ষেত্রেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে।  কিন্তু কেকেআরের চিন্তার বিষয় থাকছে তাদের ওপেনিং জুটি। গত কয়েকটি ম্যাচে এই ওপেনিংয়ে ভালো শুরু দেখা যায়নি। বারবার ব্যর্থ হয়েছে নারিন-ডি কক। আজ সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টায় থাকবেন তারা। একই সাথে ইডেনে পিচ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। এখন আজ দেখার ঘরের মাঠে কলকাতার খেলোয়াড়রা কতটা নিজেদেরকে মেলে ধরতে পারেন।
উল্টোদিকে কেকেআরের আজকের প্রতিপক্ষ লখনউ সুপার জয়েন্টস।গত ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে তারা জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে কেকেআরের ঠিক পরেই রয়েছে তারা। তাদেরও লক্ষ্য এই ম্যাচ থেকে দুটি পয়েন্ট সংগ্রহ করা।যদিও লখনউ এর ক্যাপ্টেন এখনও ফর্মে ফেরেনি। আজকে তার ফর্মে ফেরাটায় মূল লক্ষ্য। 

অন্যদিকে লখনৌ কেকেআর ছাড়া আজ আরও একটি ম্যাচ রয়েছে আইপিএলে । পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটিও বেশ জমজমাট হতে চলেছে। সবমিলিয়ে আইপিএল প্রেমীদের জন্য আজকে জমজমাট দুটি ম্যাচ দেখার সুযোগ রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow