কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব লুকিয়ে ভোটে লড়াই!

Mar 21, 2025 - 15:14
 0  7
কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব লুকিয়ে ভোটে লড়াই!
ছবিঃসংগৃহীত

সাড়ে তিন কোটি টাকার সম্পত্তির হিসাব লুকিয়ে লোকসভা ভোটে লড়াই করার অভিযোগ উঠল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির তথ্য লুকানোর পাশাপাশি স্বামীর সম্পত্তি ও ফিন্যান্স সম্পর্কে কোনও তথ্য না দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এই মর্মে রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন খড়গপুর বিধানসভার ভোটার শ্যামল রায় নামে এক ব্যক্তি। লোকসভা ভোটে ওই কেন্দ্রেরই প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা।

মঙ্গলবার রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও রাজ্যপালকে ইমেল করেন শ্যামল। সেখানে তিনি অভিযোগ করেন, কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জে ৫০বি হাজরা রোড ঠিকানায় অগ্নিমিত্রার একটি ফ্ল্যাট রয়েছে। সঙ্গে ২০০ বর্গফুটের একটি গ্যারাজেরও মালকিন বিজেপি নেত্রী। কিন্তু নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় সেই সম্পতির কথা অগ্নিমিত্রা বেমালুম চেপে গিয়েছেন, বলে অভিযোগ করেছেন শ্যামল। সব মিলিয়ে তিনি সাড়ে তিন কোটি টাকার সম্পত্তির হিসাব দেখাননি বলে অভিযোগ।

ওই ভোটারের আরও দাবি, এই সম্পত্তির বিষয়টি না জানানোয় অগ্নিমিত্রা ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ৩৩এ ধারাকে উপেক্ষা করেছেন। শ্যামল অভিযোগপত্রে আরও জানিয়েছেন, নিজের সঙ্গে বিজেপি নেত্রী তাঁর স্বামীর ‘২০-‘২১, এবং ‘২১-‘২২ অর্থবর্ষের আয়ের হিসাব হলফনামায় উল্লেখ করেননি। শ্যামল রায় শুধু অভিযোগ তোলেননি, তার স্বপক্ষে কিছু প্রমাণ দিয়ে বিজেপি নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলেছেন। অভিযোগের জবাবে অগ্নিমিত্রা পাল বলেন, “ওই সম্পত্তি আমার বাবা, মায়ের। আমার সঙ্গে আর্থিক কোনও যোগ নেই। অপপ্রচার করা হচ্ছে। তৃণমূল এভাবে দমিয়ে রাখতে পারবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow