কালবৈশাখীর তাণ্ডব চলবে বাংলায়, চরম দুর্যোগের বড় অ্যালার্ট

Mar 20, 2025 - 13:08
 0  7
কালবৈশাখীর তাণ্ডব চলবে বাংলায়, চরম দুর্যোগের বড় অ্যালার্ট
ছবিঃসংগৃহীত

সকাল থেকে আকাশের মুখভার। ক্রমেই ধূসর মেঘে ঢেকে যাচ্ছে আকাশ‌। আর কিছুক্ষণেই আঁধার নামবে বাংলায়। ঝেঁপে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট শুরু হবে জেলায় জেলায়। আজ থেকে টানা চারদিন কালবৈশাখীর পূর্বাভাস বাংলা জুড়ে। মৎস্যজীবীদের জন্যেও জারি সতর্কতা। 
আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।‌ সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এদিন হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তুমুল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কমলা সতর্কতা এবং বাকি জেলায় হলুদ সর্তকতা রয়েছে। রবিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই আবহাওয়ায় বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আবহাওয়ার রূপবদল হবে‌। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সব জেলায় টানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধুমাত্র শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow