মুম্বাইয়ের কাছে হেরে লাস্ট বয় কলকাতা!

Apr 1, 2025 - 15:07
 0  6
মুম্বাইয়ের কাছে হেরে লাস্ট বয় কলকাতা!
ছবিঃসংগৃহীত

প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে হারের পর আবারও মুম্বাইয়ের কাছে হারতে হলো কলকাতাকে এবং এই হারের ফলে রান রেটের দিক থেকে পিছিয়ে থাকায় একেবারে লাস্ট বয় হয়ে গেল কলকাতা। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম রোহিতদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান সুনীল নারিন। পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন কুইন্টন ডি কক। ক্যাপ্টেন রাহেনে কিছুটা খেলবার চেষ্টা করলেও আটকে যান মুম্বাইয়ের বিস্ময় বালক অশ্বিনী কুমারের কাছে। গতকালের ম্যাচ অশ্বিনী কুমারের মুম্বাইয়ের হয়ে ডেবিউ ম্যাচ ছিলো এবং সেই ম্যাচেই চার উইকেট নিয়ে সকলকে তাক লাগিয়ে দিলো এই বোলার।বরাবরই  আইপিএলে  নতুন প্রতিভার ক্রিকেটার উঠে এসেছে। এবারের আইপিএলে সেই তালিকায় যুক্ত হতে পারে এই অশ্বিনী কুমার। অশ্বিনী কুমারের এবং মুম্বাই এর দারুন বোলিং লাইনআপের কাছে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে কলকাতার প্লেয়াররা। ইম্প্যাক্ট সাব হিসাবে মনিশ পান্ডে কে নামিয়েও শেষ রক্ষা করতে পারেনি। ১৬.২ ওভারেই  মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় কে কে আর। ব্যাট করতে নেমে কোন চাপের মুখেই পড়তে হয়নি রোহিতদের। মাত্র দুই উইকেট হারিয়ে ১২.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হার্দিক ব্রিগেড। কলকাতার বিরুদ্ধে মুম্বাইয়ের এই জয়ে পয়েন্ট টেবিলে লাস্ট বই থেকে সরাসরি ছয় নাম্বারে উঠে এসেছে হরদিকরা। যদিও এই ম্যাচের পরেও মুম্বাইয়ের চিন্তার বিষয় হবে রোহিতের রান না পাওয়া। উল্টোদিকে এই হারের ফলে পয়েন্ট তালিকার একদম তলানিতে চলে গেলো গতবারের চ্যাম্পিয়নরা। আগামী ৩রা এপ্রিল ইডেনে কলকাতা হায়দ্রাবাদের মুখোমুখি হবে। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন কে কে আর এর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow