কিছুটা স্বস্তির কথা শোনালে আবহাওয়া দপ্তর

Apr 1, 2025 - 12:53
Apr 1, 2025 - 12:54
 0  5
কিছুটা স্বস্তির কথা শোনালে আবহাওয়া দপ্তর
ছবিঃসংগৃহীত

মাঝ চৈত্রেই যখন তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী সেই সময়ই কিছুটা স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন তারা।
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক জেলাতে বৃষ্টির সঙ্গে ঝড়েরও পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে। এমনকী বর্ধমান, বাঁকুড়াতেও বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বলয় অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প গতকাল সকাল থেকেই হুহু করে ঢুকতে শুরু করেছে রাজ্যে। প্রায় সমান্তরাল ভাবে আরো একটি ঘুনাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে আরো বেশি বেশি করে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকছে রাজ্যে।এই দুইয়ের প্রভাবেই বাংলা সহ ওড়িশা ও ঝাড়খন্ডে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 
এর ফলে এক ধাক্কায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফলত তীব্র গরমের দাপট থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছে বাংলার মানুষ।
আগামী ৪/৫ দিন উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow