মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে লন্ডন যাচ্ছেন তৃণমূল নেতা-সাংবাদিক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার এ বিষয়ে কুণালের বিদেশ সফরের আবেদন মঞ্জুর করল আদালত ( alcutta high court)। তাৎপর্যপূর্ণভাবে, সিবিআইয়ের তরফে তৃণমূল নেতার আবেদনের কোনও বিরোধিতা করা হয়নি।
আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে 'সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ণ' নিয়ে বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা পরিচয়েও।
মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফরের প্রতিনিধিদলে রয়েছেন তৃণমূল নেতা-সাংবাদিক কুণাল ঘোষও। কিন্তু সারাদা চিট ফান্ড মামলায় কুণাল অভিযুক্ত। সূত্রের খবর, জামিনের অন্যতম শর্ত হিসেবে কুণালের পাসপোর্ট জমা রয়েছে আদালতের কাছে। সেই পাসপোর্টের জন্যই এদিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণালের আইনজীবী জিষ্ণু চৌধুরী।
আদালতকে তিনি জানান, তৃণমূল নেতা হিসেবে নয়, কুণাল মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাচ্ছেন একটি সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে। এরপরই আবেদন মেনে ২১ মার্চ থেকে ৩০মার্চ পর্যন্ত কুণালকে বিদেশ সফরের অনুমতি দিয়েছে আদালত। এজন্য আদালতে পাঁচ লক্ষ টাকা জমা রেখে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
সেই সূত্রে এদিন আদালত এও জানতে চায়, "বিদেশে যাবেন টাকার উৎস কী?" প্রসঙ্গত, চিট ফান্ড মামলায় অভিযুক্ত কুণাল। ফলে তাঁরা আয়ের উৎস নিয়ে জানতে চায় আদালত।
What's Your Reaction?






