বসন্ত উধাও, চৈত্রেই গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর!

বৈশাখ আসতে এখনো কয়েক দিন বাকি। তার আগেই গরমের চালিয়ে খেলা শুরু হয়ে গেলো। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ব্যাপক বাড়তে চলেছে। গরমে হাঁসফাঁস পরিস্থিতি হতে চলেছে বঙ্গবাসীর। যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী ৪-৫ দিনে আরো ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। মাঝ চৈত্রেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে।সাথে বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে গরম হাওয়া।
তবে দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়বে, তখন উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিঙে বৃষ্টি শুরু হবে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
What's Your Reaction?






