চাকরিহারা শিক্ষকদের মিছিল-ধরনা

Apr 10, 2025 - 14:33
Apr 10, 2025 - 14:38
 0  8
চাকরিহারা শিক্ষকদের মিছিল-ধরনা
ছবিঃসংগৃহীত

গতকাল চাকরীহারা শিক্ষকরা ডিআই অফিস অভিযান করেছিল জেলায় জেলায়। জেলা থেকে কলকাতা বিভিন্ন জায়গায় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। আক্রান্ত হন অনেক শিক্ষক- শিক্ষিকা। এই ঘটনার প্রতিবাদে গতকাল থেকেই এসএসসি ভবনের সামনে ধরনাই বসেন চাকরিহারা শিক্ষকরা। সেখানেই আজ সকাল থেকে অনশনে বসেন  চাকরিহারা এক শিক্ষক। তাদের দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিরর ইমেজ যদি প্রকাশ না করা হয় তাহলে এই অনশন আরও চলবে। চাকরি শিক্ষকদের বক্তব্য আপাতত তাদের মধ্যে একজন শিক্ষক অনশন করবে পরবর্তীতে আরো শিক্ষক যোগদান করবেন যদি তাদের দাবি মানা না হয়। একই সাথে গতকালের পর আজ আবারও রাস্তায় নেমেছে শিক্ষকরা। আজ শিয়ালদা থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করছে তারা। গতকালের ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করে তারা যাতে চাকরিতে বহাল থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার দাবিতে মিছিল করছে চাকরিহারা শিক্ষকরা । শুধু আজকেই নয় আন্দোলনের  ঝাঁজ  আরও বাড়াতে আজকের পর আগামিকালও করুণাময়ী থেকে এস এস সি অফিস অভিযান করবে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow