বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম পঞ্চাশে ভারতের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিংয়ের প্রথম ৫০-এ জায়গা করে নিল দেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান। আইআইটি দিল্লি থেকে শুরু করে জেএনইউয়ের নাম রয়েছে সেই তালিকায়। তবে গতবারের র্যাঙ্কিং থেকে নিচে নেমে গিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে ক্রমতালিকায় সবচেয়ে উপরে রয়েছে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস।
বুধবার প্রকাশিত হয়েছে বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিং। সেখানে জয়জয়কার আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির। ৩২৪৫টি র্যাঙ্কিংয়ে রয়েছে মার্কিন প্রতিষ্ঠানের নাম। ৫৫টি বিষয়ের মধ্যে ৩২টিতে সেরা হয়েছে আমেরিকার হার্ভার্ড বা ম্যাসাচুসেটসের মতো নামী প্রতিষ্ঠানগুলি। সেখানে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ক্রমতালিকায় ৫৩৩বার জায়গা পেয়েছে। গতবারের ৫২৩বার ভারতের নাম ছিল কিউএস র্যাঙ্কিংয়ে।
ভারতের মধ্যে সেরা র্যাঙ্কিং পেয়েছে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস। মিনারেল ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং বিষয়ের নিরিখে গোটা বিশ্বে ২০ তম স্থানে রয়েছে ভারতের এই শিক্ষাপ্রতিষ্ঠান। আইআইটি বম্বে এবং আইআইটি খড়গপুরও এই বিষয়ের ক্রমতালিকায় রয়েছে যথাক্রমে ২৮ এবং ৪৫ নম্বরে। তবে গতবারের তুলনায় অবনতি হয়েছে দুই প্রতিষ্ঠানের। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিষয়ের জন্য আইআইটি দিল্লি এবং আইআইটি বম্বে রয়েছে যথাক্রমে ২৬ এবং ২৮ নম্বরে। বিজনেস এবং ম্যানেজমেন্ট স্টাডিজের ক্রমতালিকায় যথাক্রমে ২৭ এবং ৪০ নম্বরে রয়েছে আইআইএম আহমেদাবাদ এবং আইআইএম বেঙ্গালুরু।
What's Your Reaction?






