চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস অভিযানে ধুন্ধুমার

সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েকদিন আগেই চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। আজ তারা জেলায় জেলায় ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিল। সেইমতো কসবায় ডি আই অফিস অভিযানে সামিল হয়েছিল চাকরিহারা শিক্ষকেরা। তারা ডিআই অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সময় বাড়ার সাথে সাথে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। কিছু কিছু চাকরিপ্রার্থী গেট টপকে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরিহারা শিক্ষকেরা। পুলিশ তাদের সেখান থেকে বের করতে ব্যাপক লাঠিচার্জ করে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি চলে। অসুস্থ হয়ে পড়ে কিছু চাকরিহারা শিক্ষক। সব মিলিয়ে রণক্ষেত্র হয়ে পড়ে কসবায় ডি আই অফিস চত্বর।
একই ছবি ফুটে উঠেছে তমলুক ,বারাসাত,ঝাড়গ্রাম,কোচবিহার, বাঁকুড়া,মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার ডি আই অফিসের সামনে। সেখানেও পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের ব্যাপক ধস্তাধস্তি চলে। কোথাও কোথাও ডি আই অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি অবিলম্বে যোগ্য এবং অযোগ্য এই লিস্ট রাজ্য সরকারকে কোর্টে জমা করতে হবে। এবং যোগ্যরা যাতে চাকরিতে যুক্ত থাকতে পারে সেই ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে।
What's Your Reaction?






