ফের অর্জুন সিং কে তলব

Apr 5, 2025 - 13:29
 0  9
ফের অর্জুন সিং কে তলব
ছবিঃসংগৃহীত

জগদ্দল কাণ্ডে ফের অর্জুন সিং কে ডেকে পাঠালো জগদ্দল থানার পুলিশ। আজ দুপুর দুটোর মধ্যে তাকে থানায় তলব করা হয়েছে। একই সাথে লাইসেন্স প্রাপ্ত যে রিভলবার অর্জুন সিং ব্যবহার করেন সেই রিভলবার সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।জগদ্দল থানার পক্ষ থেকে অর্জুন সিংকে নোটিশ পাঠিয়ে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রের খবর। 
তবে অর্জুন সিং জানিয়েছেন হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সে নির্দেশ অনুসারে বুধবার পর্যন্ত তাকে কোথাও ডাকা বা নিয়ে যাওয়ার কথা নয় তাই তিনি আপাতত আজ যাবেন না এবং এই বিষয়ে কোর্টকে তিনি বিস্তারিত জানাবেন।একই সাথে রিভলবার জমা দেওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন যদি কোর্ট নির্দেশ দেন তবে কোর্টের কাছেই তিনি জমা করবেন এবং সেটি পরীক্ষার জন্য সেটিকে সেন্ট্রাল ফরেনসিকে  পাঠানোর দাবি করন। তিনি বলেন তৃণমূল নিজেদের দলীয় কাজে পুলিশকে ব্যবহার করছে এবং পুলিশও তৃণমূলের দলদাশে পরিণত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow