চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়নরা!

Mar 26, 2025 - 16:11
 0  5
চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়নরা!
ছবিঃসংগৃহীত

চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেললো গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে স্কালোনির ছেলেরা। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের করা গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তার কিছুক্ষণ পরেই ম্যাচের ১২ মিনিটে লিড ডাবল করে দেয় এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে কুনহার করা গোল থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল। কিন্তু প্রথমার্ধের শেষের কিছুক্ষণ আগে ম্যাচের ৩৭ মিনিটে এনজোর পাস থেকে ম্যাক আলিয়েস্টার এর করা গোল থেকে ব্যবধান ৩-১ করে দেয় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করে রাফিনা, ভিনিসিয়াসরা। বার বার অ্যাটক করলেও গোল করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৭১ মিনিটে সিমিয়নের গোলের পর কার্যত জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে পরাজিত করার মধ্যে দিয়েই ২০২৬ বিশ্বকাপে মেসিরা তাদের জায়গা নিশ্চিত করে ফেললো। একইসঙ্গে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো মেসির দল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। 
তবে আর্জেন্টিনার কাছে হারের ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন এখনও অনেকটা ঝুলে রইলো রাজিলের। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে তারা। আর্জেন্টিনার কাছে হার তাদের কিছুটা হতাশ করলেও আগামীদিনে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow