ভোটাভুটিতে কার শক্তি কত?

Apr 2, 2025 - 13:38
 0  8
ভোটাভুটিতে কার শক্তি কত?
ছবিঃসংগৃহীত

ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আজ, বুধবার উত্তপ্ত হতে চলেছে লোকসভা। শাসক ও বিরোধী দল উভয়েই শক্তি প্রদর্শনে কোমর বেঁধে নেমেছে। বিল পেশের আগেই কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু সকালেই জানিয়ে দিলেন যে, বেশ কিছু বিরোধী দলের সদস্য ব্যক্তিগতভাবে এই সংশোধিত বিলের সমর্থক।
যে কমিটি একটি রাবার স্ট্যাম্পের মতো। আমাদের কমিটি যথাযথভাবে বিচার করে এবং বিল নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে।

ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আজ, বুধবার উত্তপ্ত হতে চলেছে লোকসভা। শাসক ও বিরোধী দল উভয়েই শক্তি প্রদর্শনে কোমর বেঁধে নেমেছে। বিল পেশের আগেই কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু সকালেই জানিয়ে দিলেন যে, বেশ কিছু বিরোধী দলের সদস্য ব্যক্তিগতভাবে এই সংশোধিত বিলের সমর্থক। যদিও তাদের দলগত অবস্থান ভিন্ন।

এই সংশোধনী বিলে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক উন্নয়নের প্রস্তাব আনা হয়েছে। ২০২৪ সালের অগস্ট মাসে লোকসভায় প্রাথমিকভাবে এই বিলটি পেশ করা হলেও বিরোধী দলগুলি ও বিভিন্ন মুসলিম সংগঠনের বিরোধিতায় এই বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়। বিরোধী এই সংশোধনীর প্রবল বিরোধিতা করে একে অসাংবিধানিক এবং মুসলিমদের পক্ষে একপেশে মনোভাব বলে সমালোচনা করে।

এদিন লোকসভায় ঝড় তোলার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের লোকসভা এমপিদের সঙ্গে এক বৈঠক করেন। কেন্দ্র-বিরোধী জোট ইন্ডিয়ার তরফেও ঠিক হয়েছে যে, এদিন বিল পেশের সময় বা পরে কোনও প্রতিবাদ-বিক্ষোভ নয়, ওয়াকআউট নয়। ইন্ডিয়া জোট শুধু আলোচনা-বিতর্ক চায় এবং ভোটাভুটির জন্য চাপ দেবে সরকারকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবার সন্ধ্যাতেই জানিয়ে দিয়েছিলেন, ওয়াকফ বিলকে পরাজিত করতে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ রয়েছে।

এই সংশোধনী বিল নিয়ে এদিন ফের একবার শাসক-বিরোধী জোটের শক্তি প্রদর্শন হতে চলেছে। যদি ভোটাভুটির দিকে গড়ায় তাহলে কার পক্ষে কত ভোট পড়তে পারে! কোন দলের কী অবস্থা রয়েছে লোকসভায়? যদি বিরোধীরা ভোটাভুটির উপর চাপ দেয় তাহলে তা ধ্বনি ভোটে হবে, নাকি বোতাম টিপে অথবা গোপন ব্যালটে, তা ঠিক করার অধিকারী একমাত্র স্পিকার ওম বিড়লা। এই বিল পাশ করতে বিজেপির প্রয়োজন ২৭২টি সমর্থন।

ওয়াকফ বিলের পক্ষে এনডিএ-র শক্তি কত লোকসভায়?
বিজেপি-২৪০
জেডি(ইউ)- ১২
তেলুগু দেশম পার্টি- ১৬
এলজেপি (আরভি)- ৫
আরএলডি- ২
শিবসেনা (একনাথ শিন্ডে)- ৭

অর্থাৎ এনডিএ জোটের পক্ষে থাকছে ২৮২টি ভোট। যদি সব ভোট বিলের পক্ষে পড়ে তাহলে লোকসভায় সহজেই পাশ হয়ে যাবে ওয়াকফ সংশোধনী বিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow