মায়ানমারে ভূমিকম্প,কেঁপে উঠলো কলকাতাও

হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ৭.৭ বলে জানিয়েছে মায়ানমার সরকার। ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে মধ্য মায়ানমারে কম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের মতে, এর উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে। ভূমিকম্পের যে কেন্দ্র, মাটি থেকে ১০ কিমি গভীরে, এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে।
মায়ানমার ছাড়াও ভারত, বাংলাদেশ, চিন, লাওস, থাইল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। কলকাতার বিভিন্ন স্থানে অনুভূত হয় কম্পন। অপেক্ষাকৃত উঁচু স্থানে অর্থাৎ বহুতলগুলিতে ভালো বোঝা গিয়েছে কম্পন।
What's Your Reaction?






