রাজ্যসভাতেও পাস হয়ে গেলো ওয়াকফ সংশোধনী বিল

লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গেলো ওয়াকফ সংশোধনী বিল। গতকাল দুপুর একটা নাগাদ রাজ্যসভায় এই বিলটি পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর, একে একে রাজ্যসভার প্রায় সকল সাংসদ এই বিলের ওপর তাঁদের মতামত রাখেন। এই আলোচনা প্রায় ভোর পর্যন্ত চলে।সবমিলিয়ে প্রায় ১৩ ঘণ্টা বিলের ওপর আলোচনা চলে। তীব্র বিতর্ক এবং আলোচনার পর, এই বিলের উপর ভোট শুরু হয় এবং রাত প্রায় আড়াইটা নাগাদ সংসদে এই বিলটি পাস হয়।বিলের পক্ষে ভোট পড়েছিল ১২৮টি এবং বিপক্ষে ভোট পড়েছিল ৯৫ টি।
উল্লেখ্য এর আগে লোকসভায় এই বিলটি পাশ হয়েছিলো। ২৮৮ জন সাংসদ বিলটিকে সমর্থন করেন এবং ২৩২ জন বিরোধিতা করেন। ফলত লোকসভা ও রাজ্যসভা দুটি জায়গা থেকেই বিলটির অনুমোদন পাওয়া গেলো। এরপর এই বিলটি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুদান পেলেই ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হবে।
২০২৫ সালে মোদি সরকার এই বিলটি পাস করানোর জন্য বন্ধপরিকর ছিলো। একই সাথে বিরোধীরাও ঐক্যবদ্ধভাবে এই বিলটির তীব্র বিরোধিতা করে। তবে বিলটি পাশ হলেও লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই এটি যথেষ্ট ছাপ ফেললো ।
What's Your Reaction?






