নতুন KYC কী, কেন চালু হচ্ছে এই ব্যবস্থা ?

Feb 1, 2025 - 16:29
Feb 1, 2025 - 16:30
 0  6
নতুন KYC কী, কেন চালু হচ্ছে এই ব্যবস্থা ?
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার বাজেট প্রস্তাবে কেওয়াইসি বা নো ইওর কাস্টমার সংস্কারের ঘোষণা করেন। ২০২৫ সাল থেকেই এই নয়া ব্যবস্থা চালু হওয়ার কথাও বলেন সীতারামন। তাঁর কথায়, কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সহজতর করে সংস্কার করে তোলা হয়েছে। যা ২০২৫ সাল থেকেই চালু হয়ে যাবে।

কেন্দ্র চায় কেওয়াইসি তথ্যকে আরও সুরক্ষিত করতে এবং এর অপব্যবহার বন্ধ করতে। বিশেষত ভুয়ো তথ্য জোগাড় করে কেওয়াইসি জমা দিতে পারলেই যে কেউ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারে কিংবা গ্যাসের সংযোগ পেতে পারে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে কেওয়াইসি জমা দিয়ে সরকারি সুযোগসুবিধা ভোগ করতে পারে, যা তার পাওয়ার যোগ্য নয়। তাই কেন্দ্রীয় কেওয়াইসিতে বেশ কিছু সুরক্ষা কবচ দেওয়ার প্রস্তাব রয়েছে।

কেন্দ্রীয় কেওয়াইসি কী?

CKYC হল একটি কেন্দ্রীয়ভাবে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যাবলি নথিভুক্তির ব্যবস্থা। যা থাকবে সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটিজ ইন্টারেস্ট অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে। এটি একটি এমন ব্যবস্থা যাতে কেওয়াইসি প্রক্রিয়ার আর প্রয়োজন পড়বে না। বিভিন্ন আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সময় যে বারবার কেওয়াইসি জমা দিতে হয়, তা হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow