বাজেটে কোন ফর্মুলা কষছেন বিশেষজ্ঞরা ?

Feb 1, 2025 - 13:01
Feb 1, 2025 - 13:30
 0  7
বাজেটে কোন ফর্মুলা কষছেন বিশেষজ্ঞরা ?
ছবি : সংগৃহীত

উনিয়ন বাজেট ২০২৫: সংসদের বাজেট অধিবেশন শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) যৌথ অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে। এর পর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) লোকসভা ও রাজ্যসভায় অর্থনৈতিক পর্যালোচনা ২০২৫ পেশ করেন।

মোদি ৩.০ শাসনামলে প্রথম পূর্ণ বাজেট

অর্থনৈতিক পর্যালোচনা বর্তমান অর্থনৈতিক বছরে দেশের অর্থনীতির কর্মক্ষমতা মূল্যায়ন করে। এটি দেশটির সম্মুখীন চ্যালেঞ্জগুলি ব্যাখ্যা করে। দেশটির প্রথম অর্থনৈতিক পর্যালোচনা ১৯৫০-৫১ সালে পেশ করা হয়েছিল। সে সময় এটি বাজেট নথির অংশ ছিল। সংসদে পেশ করা অর্থনৈতিক পর্যালোচনায় এই অর্থনৈতিক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চার বছরের সর্বনিম্ন ৬.৪ শতাংশে পৌঁছাতে পারে বলে অনুমান করা হয়েছে। অর্থমন্ত্রী ১ ফেব্রুয়ারি ২০২৫-এ সংসদে মোদি ৩.০ শাসনামলের প্রথম পূর্ণ বাজেট পেশ করবেন। বাজেট সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে। এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞাসা করা যেতে পারে।

বাজেট সম্পর্কিত প্রশ্নাবলী এবং উত্তর

১. প্রশ্ন: দেশের প্রথম অর্থনৈতিক পর্যালোচনা কখন হয়েছিল?

উত্তর: ১৯৫০-৫১

২. প্রশ্ন: ভারতের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন?

উত্তর: অর্থমন্ত্রী

৩. প্রশ্ন: ভারতের অর্থনৈতিক বছরের মেয়াদ কত?

উত্তর: ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত

৪. প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে যিনি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন?

উত্তর: আর. শণ্মুখম চেট্টি

৫. প্রশ্ন: অর্থনৈতিক ঘাটতি কী?

উত্তর: মোট খরচ, মাইনাস মোট (ঋণ ছাড়া)

৬. প্রশ্ন: ভারতের কোন দুই অর্থমন্ত্রী বাজেট পেশ করতে পারেননি?

উত্তর: ক্ষিতিজ চন্দ্র নিয়োগী (KC নিয়োগী), হেমবতী নন্দন বহুগুণ (H.N. বহুগুণ)

৭. প্রশ্ন: কোন সংবিধানিক ধারা কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সম্পর্কিত?

উত্তর: ধারা ১১২

৮. প্রশ্ন: কেন্দ্রীয় বাজেটে কোন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ হয়?

উত্তর: প্রতিরক্ষা

৯. প্রশ্ন: GDP (Gross Domestic Product) কী?

উত্তর: মোট দেশীয় উৎপাদন

১০. প্রশ্ন: এখন পর্যন্ত কোন অর্থমন্ত্রী সবচেয়ে দীর্ঘ বাজেট ভাষণ দিয়েছেন?

উত্তর: নির্মলা সীতারামন (১ ফেব্রুয়ারি ২০২০, ২ ঘণ্টা)

আগামীকাল কেন্দ্রীয় বাজেট (Budget) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রত্যাশা। আয়কর থেকে শুরু করে এলপিজি সিলিন্ডারের দাম, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বাজেটে অর্থমন্ত্রী কোনো বড় ঘোষণা করতে পারেন কিনা সেই দিকেই তাকিয়ে সবাই। বাজেটে (Budget) পেট্রল ডিজেল নিয়ে বড় ইঙ্গিত l

এমনিতেই ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের। এই আবহে আগামী বাজেট (Budget) অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের প্রত্যেকটি মানুষের কাছে। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মোদি সরকার আসন্ন বাজেটে দাম কমাতে চলেছে পেট্রোল ও ডিজেলের।

কেন্দ্রীয় সরকার আবগারি শুল্ক (Excise Duty) কমানোর পথে হাঁটতে পারে। বর্তমানে পেট্রোলের উপর ১৯ টাকা ৯০ পয়সা এবং ডিজেলের উপর ১৫ টাকা ৮০ পয়সা আবগারি শুল্ক প্রযোজ্য হয়। সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)।

জ্বালানির উপর আবগারি শুল্ক কমলে কিছুটা হলেও দাম কমতে পারে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel)। বিশেষজ্ঞদের একাংশের মত, আসন্ন বাজেটে অর্থমন্ত্রী বড় ঘোষণা করতে পারেন টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। একাধিক কর ছাড়ের পক্ষে ঘোষণা আসতে পারে আগামীকাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow